বগুড়া-নামুজা সড়কের পলি কুকরুল গ্রামে জিয়া বটতলায় ১৯৮১ এর মার্চ মাসে প্রেসিডেন্ট জিয়াউর রহমান রোপিত বটবৃক্ষের ৪০ বছর ধরে পরিচর্যাকারি প্যারালাইসিসে অচল ছবেদ আলী মন্ডলকে বুধবার একটি হুইল চেয়ার উপহার দেন জিয়াভক্ত বিশিষ্ট সমাজ সেবক মাহবুবর রহমান ছোটন        

বগুড়া অফিস : সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রোপন করা বটবৃক্ষ আজও ছায়া দিয়ে যাচ্ছে পথিকদের। সেই গাছ পরিচর্চাকারী ছবেদ আলীকে একটি হুইল চেয়ার উপহার দেয়া হয়েছে।

স্থানীয় এলাকাবাসী জানান, ১৯৮১ সালের মার্চ মাসে বগুড়ায় সরকারী সফরে আসেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান । তিনি সফরকালে বগুড়া সার্কিট হাউস থেকে ৮ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে তৎকালীন বগুড়া সদর থানার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী স্কুল মাঠের সম্মেলন স্থলে যাবার পথে পলি কুকরুল গ্রামের রাস্তার পার্শ্বে একটি বটের চারা গাছ রোপন করেন।

সেই গাছটি গত চল্লিশ বছরে নানা প্রতিকূলতা ও বৈরী পরিস্থিতি সামাল দিয়ে পলি কুকরুল গ্রামের গরীব বৃক্ষ প্রেমিক ছবেদ আলী কোনো বিনিময় ছাড়া পরিচর্চা করে শহীদ জিয়ার স্মৃতি ধরে রেখেছেন।

বটবৃক্ষের পরিচয়ে এই জায়গার নাম হয়েছে ‘জিয়া বটতলা’। একটি চারা পরিচর্যা করে বৃক্ষের পূর্ণতা দিয়ে ছবেদ আলী আজ নিজেই দূরারোগ্য প্যারালাইসিসে অচল। গরীব বৃক্ষপ্রেমিক ছবেদ আলীর চলা ফেরার জন্য জিয়াভক্ত সমাজ সেবক মাহবুবর রহমান ছোটন তাকে উপহার দিলেন একটি হুইল চেয়ার।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাভিশন বগুড়া ব্যুরো চিফ আব্দুর রহিম বগরা, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক আলহাজ্ব ময়নূল হক বকুল প্রমুখ।