জামালপুর প্রতিনিধি : করোনাকালী সময়ে বাস-মিনিবাসের কর্মহীন শ্রমিকরা ৩দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে।
এ দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে কর্মহীন শ্রমিকরা।
রোববার বেলা ১২টায় কেন্দ্রীয় আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব আনাম বাবলার সভাপতিত্বে ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু,কার্যকরী সভাপতি মোসাদ্দেক আলী মোহন, যুগ্ম সাধারণ সম্পাদক মো.ছানোয়ার হোসেন প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ বক্তরা স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে গন পরিবহন ও পন্য পরিবহন চালাচলের ব্যবস্থা করা, সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহয়তা প্রদান করা, টার্মিনালগুলোতে ১০টাকা কেজি ওএমএস এর চাল বিক্রি ব্যবস্থা চালু করার দাবী জানান।
এ সময় জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মী ও কর্মহীন শ্রমিকরা উপস্থিত ছিলেন।