জামালপুর প্রতিনিধি : জামালপুরে ভূমি সেবা সপ্তাহ- ২০২১ পালিত হয়েছে। ভূমি সেবা সপ্তাহ-২০২১ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোর্শেদা জামান।

জেলা প্রশাসনের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে রোববার সকাল ১০ টায় ভার্জুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রফিকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক মোর্শেদা জামান।

ভিডিও কনফারেন্সে ভুমি সেবার নানা দিক তুলে ধরে আলোচনায় অংশ নেন সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব লিটুস লরেন্স চিরান, রেভিনিউ ডেপুটি কালেক্টর জনাব মাহমুদা বেগম ও সহকারী কমিশনার (ভূমি) জনাব তাহমিনা আক্তার প্রমুখ।

এছাড়াও প্রত্যেক উপজেলায় ভুমি সেবা সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে আলোচনা সভা, শোভাযাত্রাসহ নানা কর্মসুচি পালিত হয়েছে।