জামালগঞ্জ প্রতিনিধি : হাওর পাড়ের মানুষের স্বাস্থ্য-সেবায় নিয়োজিত প্রধানমন্ত্রীর উপহার নৌ-এ্যাম্বুলেন্স কর্তৃপক্ষের চরম উদাসিনতায় ও অযত্ন-অবহেলায় জামালগঞ্জ লঞ্চ ঘাটে সুরমা নদীতে তলিয়ে গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের অফিস সূত্রে জানা যায়, এ্যাম্বুলেন্সটি ২০২০ সালের শেষ দিকে নেত্রকোনা জেলার অষ্টগ্রাম উপজেলা থেকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বরাদ্দ দেওয়া হয়। ঢাকা থেকে আগত কয়েকজন মেকানিক এ্যাম্বুলেন্সটি চালু করে দিয়ে যায়।
সম্প্রতি উপজেলার একটি সিএইচসিপি পরিদর্শনে গেলে সেখানে আটকা পড়ে যায়। অনেক অর্থ ব্যয় করে জামালগঞ্জ লঞ্চ ঘাটে নিয়ে আসা হয়।
প্রতি মাসে এ্যাম্বুলেন্সটির জন্য কত টাকা ব্যয় বরাদ্দ আছে প্রশ্ন করলে তা এডিয়ে যান।
ডুবে যাওয়ার আগ পর্যন্ত জরুরী স্বাস্থ্য-সেবায় কোনো কাজে ব্যবহার করেনি কর্তৃপক্ষ।
জামালগঞ্জ হাসপাতালের শুরু থেকে যে ভাবে এক্স-রে, ডেন্টাল সরঞ্জামগুলো পরিত্যক্ত হয়ে পড়ে আছে। তেমনি নৌ-এ্যাম্বুলেন্সটি ও সুরমা নদীতে তলিয়ে গেছে।
তলিয়ে যাওয়ার সময় সুহৃদ ব্যক্তিরা লঞ্চ ঘাটের বৈদ্যুতিক খুঁটির সাথে বেধে রেখেছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মঈন উদ্দিন আলমগীর বলেন, মুষলধারে বৃষ্টিতে নৌ-এ্যাম্বুলেন্স টিতে পানি প্রবেশ করেছে। উদ্ধারের জন্য রাত অবধি চেষ্টা করেছি আশা করি সোমবার ৭ জুন এটি উদ্ধার করতে পারবো।
জেলা সিভিল সার্জন ডাঃ শামসুউদ্দিন বলেন, এ ব্যাপারে আমি কিছু জানি না। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা বলুন।