তৌহিদ চৌধুরী প্রদীপ, জামালগঞ্জ থেকে : সুনামগঞ্জের জামালঞ্জের ফেঁনারবাক ইউনিয় সাত গ্রামে ৬৫২ পরিবারে বিদ্যুত সংযোগ উদ্বোধন করা হয়েছে।
বুধবার উপজোর ফেঁনারবাক ইউনিয়নের আমানীপুর বাজার সংলগ্ন মাঠে নতুন বিদ্যুত সংযোগের শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার সংসদ সদস্য ইন্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। ফেঁনারবাকের রাজেন্দ্রপুর, বিষ্ণুপুর, নিধিপুর,আমানীপুর,আলীপুর, মড়লপুর,ফাজিলপুরের প্রায় আট কোটি টাকা ব্যায়ে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মোয়াজ্জেম হোসেন রতন বলেন, হাওরবাসীর স্বপ্ন পুরনে মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিক। আমি প্রধানমন্ত্রী নির্দেশে আমার নির্বাচনী এলাকায় উন্নয়নে কাজ করে যাচ্ছি।
আমি যখন প্রথম ২০০৮ সালে নৌকার প্রতীক নিয়ে এসেছিলাম তখন এই এলাকাতে চলাফেরা করার জন্য কোন রাস্তা ঘাট প্রায় ছিলো না বললেই চলে। তারপর থেকে শেখ হাসিনার সরকার যখন ক্ষমতায় এসেছে অদ্যবধি দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আমি এই ইউনিয়নের উক্ত গ্রামগুলোর বিদ্যুতের সংযোগ ও রাস্তা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন করেছি। আজ এ গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়ে আমি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করলাম। কিছুদিনের মধ্যেই গজারিয়া বাজার হতে আমানীপুর হয়ে প্রতিটি গ্রামের সাথে রাস্তা সংযোগ করে দেয়া হবে। রাস্তার জন্য অনেক টাকা বরাদ্দ আছে,কিন্তু জায়গার নানা ঝামেলা ও পরিবেশগত কারনে করতে চাইলেও সম্ভব হচ্ছেনা। হাওর এলাকায় হাঁস প্রজননের জন্য মান্নাঘাটে একটি প্রজনন কেন্দ্র বাস্তবায়িত হচ্ছে। জামালগঞ্জের সাচনা বাজার হয়ে উড়াল সড়ক যাবে ধর্মপাশা। সাচনা বাজারে বিদুৎতের সাব ষ্টেশন নির্মাণের লক্ষে জায়গা একোয়ার করার জন্য আগামী সপ্তাহে সংশ্লিষ্ট কর্মকর্তারা আসবেন। মান্নানঘাটেও একটি করা হবে যেটা দিয়ে গোলকপুর বাজার সহ আশপাশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সাপ্লাই থাকবে।
এমপি রতন আরো বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধে যাচাই-বাছাই ছারা কোন ধরনের কাজ দেয়া হবে না। দলের পরিচয় দিয়ে অযোগ্য কেউ যেন হাওরের পিআইসি না নিতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
ফেঁনারবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু করুনা সিন্ধুর সভাপতিত্বে আরো বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন,জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিম নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন,ধর্মপাশা আ’লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত চৌধুরী,
উপজেলা প্রকৌশলী আঃ সাত্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, আওয়ামী লীগ নেতা আসাদ আল আজাদ, সিলেট মহানগর ছাএলীগ নেতা সুমন চৌধুরী, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের, ফেঁনারবাক ইউপির সাবেক চেয়ারম্যান মতিউর রহমান,উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ আবু তাহের তালুকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু।
এ ছাড়াও উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফ আলম লিমন প্রমুখ।