তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের জামালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। সামাজিক দূরত্বে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ও উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, প্রশাসন, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠন।
এরপরে আনুষ্ঠানিক ভাবে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন শেষে জুমের মাধ্যমে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও মসজিদ,মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
অপর দিকে উপজেলা সদর হাসপাতালে ভর্তি রোগীদেরকে স্বাস্থ্যসম্মত উন্নতমানের খাবার পরিবেশনসহ উপজেলা মুক্তিযোদ্বা কমান্ড কার্যালয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ কর্তৃক মুজিববর্ষ ও মুক্তিযুদ্ধের লোগো সংবলিত ছাতা ও কম্বল বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ ও নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি রেদোয়ানুল হালিমের সঞ্চালনায় ভার্চুয়াল সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইকবাল আল আজাদ, অন্যান্যদের মধ্যে ভার্চুয়ালে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীণা রানী তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঈনুদ্দিন আলমগীর, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন,মৎস কর্মকর্তা সুনন্দা রানী মোদক,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শ্রীকান্ত তালুকদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম কলনদর, দপ্তর সম্পাদক আলতাফ উদ্দিন, জামালগঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বিন বারী সহ প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীবৃন্দ।
এছাড়াও ২০০৭ সালে প্রতিষ্ঠিত জামালগঞ্জ উপজেলা প্রেসক্লাব থেকে প্রকাশিত ১৮ তম বিজয় বার্তা”র মোড়ক উন্মোচন করা হয়।