জামালগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২১ উপলক্ষে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের হল রোমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর মঈন উদ্দীন।
স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে, জাতীয় পুষ্টি সেবা জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে, সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল-আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব,, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু মহিলা ভাইসচেয়ারম্য বীনা রানী তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, থানার উপপরিদর্শক আ:বাতেন প্রমুখ। উপস্থিত ছিলেন ডা: নিয়াজ মোর্শেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো শরীফ উদ্দিন, জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মো: আ:আহাদ প্রমুখ।
সভায় আসন্ন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা কামনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঈন উদ্দীন আলমগীর।