জামালগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ২শ’ বীর মুক্তিযোদ্ধার মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে কম্বল বিতরণ করা হয়। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীনে শীতকালীন কম্বল বিতরণ করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব, প্রধান অতিথি জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, বিশেষ অতিথি পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, প্রকল্প কর্মকর্তা এরশাদ, ডেপুটি কমান্ডার শ্রী কান্ত তালুকদার প্রমূখ।