জামালগঞ্জ প্রতিনিধি : জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের আহছানপুর কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোপাইটার (সিএইচপি) ঝনিক দাসের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গত ৬ ডিসেম্বর একই গ্রামের ঝুটন দাস সুনামগঞ্জ সিভেল সার্জন বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আহছানপুর কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোপাাইটার (সিএইচপি) ঝনিক দাস নিয়মিত কমিউনিটি ক্লিনিকে না থাকার কারণ জানতে চান প্রতিবেশী ঝুটন দাস। এ কারণে ঝুটনের উপর ক্ষিপ্ত হয়ে ওই সিএইচপি তার সঙ্গীদের নিয়ে রাতে তার উপর হামলা চালায়। হামলায় আহত হন ঝুটন দাস ও তার মা। আহত অবস্থায় ঝুটন দাস ও তার মাকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা। গুরুতর অবস্থায় দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সরেজমিন দেখা গেছে বেলা ১১টায় তার ক্লিনিক বন্ধ, সিএইচপি ঝনিক দাস নিজের খেয়াল খুশিমতোই ক্লিনিক চালান বলে এলাকায় গুঞ্জন রয়েছে। পর দিন তাকে জিঞ্জাসা করলে তিনি সরকারী ঔষধের বিলি বন্টনের ব্যাপারে কোন সদোত্তর দিতে পারেননি। অধিকাংশ এলাকাবাসী তার সেবার প্রতি অসুন্তষ্ট।

এ ব্যাপারে অভিযুক্ত কমিউনিটি ক্লিনিকের (সিএইচপি) ঝনিক দাসকে ফোন দিলে তিনি বলেন, আমার উপর মিথ্যা অভিযোগ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্যার আমাকে ডেকে ছিলেন, আমি একদিন ক্লিনিকে ছিলাম না কেন কারণ দর্শাতে। পরে আমি স্যারকে বলেছি এমনটি আর হবে না। এখন আমি নিয়মিত ক্লিনিকে থাকি।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা: শামস উদ্দিনের মুঠোফোনে কল দিলে তিনি রিসিপ না করায় তার বক্তব্য জানা যায়নি।