বগুড়া অফিস : ঘূর্ণীঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট দূর্যোগের কবলে পড়েছে বগুড়ায় জাতীয় ক্রিকেট লিগের ঢাকা ও চট্রগ্রাম বিভাগের চারদিনের ম্যাচ। দিনের শুরুতে ২৩ দশমিক ৩ ওভার খেলার পর বৃষ্টির কারণে আর বল মাঠে গড়াতে পারেনি। প্রথমে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৫৪ রান করেছে ঢাকা বিভাগ।

শহীদ চাঁন্দু স্টেডিয়ামে সোমবার সকালে টসে জিতে ঢাকা বিভাগকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান চট্রগ্রাম বিভাগীয় ক্রিকেট দলের অধিনায়ক ইরফান শুক্কুর। সবুজ ঘাসে মোড়ানো উইকেটে বল হাতে শুরু থেকেই ভয়ংকর হয়ে ওঠা ইয়াসিন মিশু একাই তুলে নেন ২টি উইকেট।

ব্যক্তিগত ৮ রানে রনি তালুকদার এবং ১ রানে দলনেতা মাহিদুল ইসলাম অংকন সাজঘরে ফিরে যান। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে আব্দুল মজিদ ২৬ এবং রকিবুল হাসান ১২ রানে অপরাজিত ছিলেন। চট্রগ্রামের ইয়াসিন মিশু ৭ ওভার বল করে মাত্র ১৩ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন।

বিকেল সাড়ে ৩টায় রিপোর্ট লেখা পর্যন্ত বগুড়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। আবহাওয়া স্বাভাবিক না হলে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হওয়ার আশংকা রয়েছে।