প্লেয়ার অব দ্য ম্যাচ ইয়াসিন আরাফাত মিশু
বগুড়া অফিস : ঘুর্ণীঘড়ের প্রভাবে সৃষ্ট দূর্যোগে মাঠের আউটফিল্ড ভেজা থাকায় জাতীয় ক্রিকেট লিগের ঢাকা ও চট্টগ্রামের মধ্যকার চার দিনের ম্যাচে খেলা হয়েছে মাত্র ৮১ ওভার। ঢাকার প্রথম ইনিংস ৫৯ ওভার এবং চট্টগ্রাম খেলেছে মাত্র ২ ওভার। ফলে নিষ্প্রাণ ড্র মেনে নিতে হয়েছে দুই দলকেই।
২৪ অক্টোবর সকাল বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে শুরু ম্যাচে জস জিতে প্রতিপক্ষ ঢাকা বিভাগকে ব্যাট করতে পাঠায় চট্রগ্রাম। প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ৫৪ রান তোলার পর বৃষ্টির কারনে খেলা বন্ধ হয়ে যায়। এরপর ২য় ও ৩য় দিন বল মাঠে গড়ায়নি।
বৃহস্পতিবার শেষ দিনে বেলা ১১টা ৪০ মিনিটে খেলা শুরু হলে ঢাকার ব্যাটসম্যানরা দ্রুত রান তোলার চেষ্টা করে। অপরাজিত ব্যাটস্ম্যান রবিকুল হাসান নয়ন ব্যক্তিগত ১২ রানে আহমেদ শরীফের বলে শামীম পাটোয়ারীর হাতে ক্যাচ দিয়ে বিদায় দিলে দিনের প্রথম উইকেট হারায় ঢাকা। দলের রান তখন ৩ উইকেটে ৫৪। দলীয় ৭৭রানে ৩৩ রান করে সাজঘরে ফেরেন ওপেনার আব্দুল মজিদ।
সবশেষ ব্যাটসম্যান শুভাগতহোম ৯ রান করে সাজঘরে ফিরলে নাদিফ চৌধুরীকে সাথে নিয়ে দলনেতা তাইবুর রহমান ৬২ রানের জুটি গড়ে দলীয় ১৫৮ রানে ইনিংস ঘোষনা করেন। তাইবুর ১০২ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন। ৫টি বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংস। নাদিফ চৌধুরী অপরাজিত ২৫ রান করেন ৫৮ বলে। চট্রগ্রামের ইয়াসিন আরাফাত মিশু ৩৫ রানে ৩টি উইকেট শিকার করেন। এছাড়া আহমেদ শরীফ ও হাসান মুরাদ ১টি করে ইউকেট লাভ করেন।
দিনের শেষ ভাগে প্রথম ইনিংস খেলতে নেমে চট্রগ্রাম বিভাগীয় ক্রিকেট দল ২উইকেটে ৫০ রান করে ইনিংস ঘোষনা করেন। পারভেজ হোসেন ২৬ এবং তাসামুল হক ১৯ রানে অপরাজিত ছিলেন।
ঢাকার সুমন খান ও সালাহউদ্দিন সাকিল ১টি করে উইকেট শিকার করেন।
চট্টগ্রামের ইয়াসিন আরাফাত মিশু প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। আগামী ৩১ অক্টোবর চার দিনের ম্যাচে রংপুরের মুখোমুখী হবে ঢাকা বিভাগ।
সংক্ষিপ্ত স্কোর : ঢাকা: ১ম ইনিংস- ১৫৮/৫ (ডি.), তাইবুর ৫১*, নাদিফ ২৫*, আঃ মজিদ ৩৩, ইয়াসিন আরাফাত মিশু ৩/৩৫।
চট্টগ্রাম: ১ম ইনিংস- ৫০/২ (ডি.), পারভেজ ২৬*, তাসামুল ১৯*, সুমন ১/১৪, সালাহউদ্দিন ১/১৮।