বগুড়া অফিস : ঘূর্ণীঝড় সিত্রাং এর প্রভাবে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত একটানা গুঁড়ি-গুঁড়ি বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় জাতীয় ক্রিকেট লিগের ঢাকা ও চট্টগ্রামের মধ্যকার চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনের খেলা পরিত্যাক্ত হয়েছে। মঙ্গলবার সকালে ম্যাচ রেফারী আখতার আহমেদ মাঠ পরিদর্শনের পর দিনের খেলা পরিত্যাক্ত ঘোষণা করেন।
শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল জানান, ম্যাচ পরিত্যাক্ত হলেও উভয় দলের খেলোয়াড়রা দুপুর পর্যন্ত ইনডোরে অনুশীলন করেছেন। তারা স্টেডিয়ামে দুপুরের খাবার সেরে হোটেলে ফিরে যান।
তিনি আরও জানান, মঙ্গলবার সকাল থেকেই রোদ বেরিয়েছে। নতুন করে বৃষ্টি না হলে বুধবার সকাল থেকে খেলা শুরুর সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, গত সোমবার চার দিনের ম্যাচে টস জিতে চট্রগ্রাম বিভাগ ঢাকা বিভাগকে ব্যাট করতে পাঠায়। ২ উইকেটে ৫৪ রান করার পর বৃষ্টির কারনে খেলা বন্ধ হয়ে যায়।