ফরিদপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। জনগণ তাদের ভোটের মাধ্যমে পছন্দ অনুযায়ী জনপ্রতিনিধি নির্বাচন করবে আমরা সেটাই চাই। ফরিদপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নায়াব ইউসুফের সমর্থনে সোমবার বিকেলে শহরের কমলাপুরের ময়েজ মঞ্জিলে অনুষ্ঠিত এক জনসমাবেশে আমান উল্লাহ আমান একথা বলেন।
তিনি বলেন, ফরিদপুর পৌরসভার মেয়র কে হবে সেটা নির্বাচন করবে এখানকার জনগণ। প্রশাসন একটি সুষ্ঠ সুন্দর নির্বাচন উপহার দেবে এটাই এখনো আশা করছি।
এ সময় অন্যান্যের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ টুকু, ঢাকা দক্ষিণের সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল হক শাহজাদা মিয়া, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় যুবদলের ফরিদপুর বিভাগীয় সহ-সভাপতি মাহবুবুল হাসান পিংকু, মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সম্পাদক ও ফরিদপুর পৌরসভার বিএনপি দলীয় মেয়র প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ঈছা, কোতয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েক প্রমুখ।
বক্তাগণ বলেন, ফরিদপুর পৌরসভায় যদি সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন হয় তবে বিএনপি মনোনীত প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবে। কিন্তু একটি মহল নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চাইছে। তারা রাতের আধারে বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর করেছে। বিএনপি নেতাদের বাড়িতে পুলিশ অভিযান চালাচ্ছে। জনগণের ভোটার্ধিকার নিশ্চিত করার স্বার্থে এসব প্রতিহিংসামুলক আচরণ পরিহার করতে হবে। তারা বলেন, অবৈধ উপায়ে ক্ষমতাসীন দলের প্রার্থীকে বিজয়ী ঘোষনা করার পরিণাম হবে দেশে ভয়াবহ।
এর আগে আমান উল্লাহ আমানসহ ও বিএনপি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ শহরের বিভন্ন স্থানে ধানের শীষের পক্ষে জনসংযোগ করেন। তারা সাধারণ ভোটারদেরকে বিএনপি প্রার্থীর ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।