চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবির ঘটনায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনও শিশু সহ ২ জন নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার ৮ জুন সন্ধ্যার দিকে জনতা হাই স্কুলের পাশে যমুনা নদীতে এঘটনা ঘটে। এ সময় শাহজাদপুর উপজেলার পাঁচবাঙ্গলা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে তানিয়ার (৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া উদ্ধারকৃত শিশুর ৪ মাস বয়সি ছোট বোন তাসলিমা সহ অজ্ঞাতনামা একজন নিখোঁজ রয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, খাষকাউলিয়া ইউনিয়ের জোতপাড়া নৌকা ঘাট হতে মঙ্গলবার সন্ধ্যার দিকে কাঠাঁল বোঝাই দিয়ে আবদুল জব্বারের একটি ইঞ্জিন চালিত ছোট নৌকা নিয়ে প্রায় ১৫ জন যাত্রী শাহজাদপুরের বানতিয়ার এলাকায় রওনা হয়।
প্রায় দেড় কিলোমিটার দুরে চৌহালীর জনতা হাই স্কুলের পাশে যমুনা নদীতে প্রচন্ড ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি তলিয়ে যায়।
এ সময় যাত্রীরা সাতরিয়ে তীরে উঠার চেষ্টা করে। তবে ৩ জন নিখোঁজ হয়। খবর পেয়ে থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় শাহজাদপুর উপজেলার পাঁচবাঙ্গলা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে তানিয়ার (৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া উদ্ধারকৃত শিশুর ৪মাস বয়সি ছোট বোন তাসলিমা সহ অজ্ঞাতনামা একজন নিখোঁজ রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজদের কোন সন্ধান মেলেনি।
এ বিষয়ে চৌহালী থানার ওসি রফিকুল ইসলাম জানান, নৌকা ডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চলছে। তবে নদী উত্তাল থাকায় উদ্ধার কার্যক্রম ব্যহত হচ্ছে। এদিকে তিনি আরও জানান, অতিরিক্ত যাত্রী বহনকারীদের বিরুদ্ধে দ্রুতই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।