চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পরিষদ চত্বরে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ২০২১-২০২২ অর্থ বছরের বার্ষিক বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মোঃ মনোয়ারুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ।
বাজেট সভায় সম্ভাব্য ব্যায় ২,০৫,৪২,২৮১/- টাকা ধরা হয়। প্রকৃত উদ্বৃত্ত ১৩,১০০/- টাকা।
বাজেট সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হাতেম আলী মাস্টার, সিনিয়র সাংবাদিক নারায়ণ মালাকার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদত হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক আনসার আলী বুদ্দু সহ অন্যান্য নেতৃবৃন্দ।