চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনার চরাঞ্চলের ২শতাধিক অসহায়-দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে স্থল ইউনিয়নের তেঘুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে নিঃস্বার্থ সংগঠন নামের একটি সেবা মুলক প্রতিষ্ঠানের উদ্যোগে গোসাইবাড়ি, লাঙ্গলমোড়া, চালুহারা, কুরাগাছা এলাকার দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল তুলে দেন সংগঠনের সভাপতি মরিয়ম বেগম ও সমাজ কর্মী মামুন বিশ্বাস।

এ সময় সহ-সভাপতি রায়হান আলী, অক্ষর সেবাঘর এর পরিচালক এ আর বাহাদুর, এনায়েতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক মোল্লা, সমাজসেবক শুকুর আলী বেপারী, রাসেল ও নুরুল ইসলাম রাসেল উপস্থিত ছিলেন।

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, যমুনা চরের শিশু ও বৃদ্ধ অবহেলার শিকার।
আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সবসময় সুবিধা বঞ্চিতদের নিয়ে কাজ করে থাকি। আমরা তাদের ঈদে নতুন কাপড়, শীতের সময় শীত বস্ত্র বিতরণ করি।

তারা শীতে শীতবস্ত্রের অভাবে অনেক কষ্টে রাত কাটায়। শীতে করোনার প্রার্দুভাব বৃদ্ধি পাবে। তাই আমরা তাদের মাঝে শীত বস্ত্র দেওয়ার মাধ্যমে শীতের উষ্ণতা দেওয়ার চেষ্টা করেছি। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।