চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালীতে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ১০টি পাকা ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে খাষকাউলিয়া ইউনিয়নের কুরকী এলাকায় এ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার ও উপজেলা সহকারী কমিশনার ভুমি মাহিদ আল হাসান।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, থানার ওসি রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মজনু মিয়া, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি গাজী হযরত আলী মাষ্টার ও ইউপি সদস্য আবু হানিফ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্প ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ সহনীয় প্রতিটি বাড়ি নির্মাণে ১ লাখ ৭১ হাজার টাকা খরচ হবে। এতে দুটি কক্ষ, স্যানিটেশন, রান্নাঘরসহ আধুনিক সুবিধা থাকবে।