বগুড়া অফিস ও শাজাহানপুর প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে চোর ধরতে এক মুরগীর ফার্মের বেড়ার সাথে বিদ্যুত সংযোগ দেয়ায় বিদ্যুত স্পৃষ্ট হয়ে শিহাব (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার রাতে উপজেলার গোহাইল ইউনিয়নের খন্ডক্ষেত্র গ্রামে এ ঘটনা ঘটে। সে গোহাইল গ্রামের ফারুকের পুত্র ও স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র।

স্থানীয়রা জানান, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী ধরতে খন্ডক্ষেত্র গ্রামের ওই মুরগীর ফার্মের ভাড়াটিয়া রেজাউল
ফার্মের জিআই তারের বেড়ার সাথে গোপনে বিদ্যুৎ সংযোগ দেন। এমন অবস্থায় খেলার ছলে উক্ত শিশু শিহাব বেড়া স্পর্শ করলে ঘটনাস্থলেই সে মারা যায়।

এ ঘটনা ধামাচাপা দিতে ফার্মের মালিক চাপ দেন শিশুর পরিবারকে। শিহাবের মৃৃ্ত্যৃুর বিষয়ে জানতে চাইলে ফঅর্মের মালিক আবদুুু মান্নান বলেন, তেমন কিছুনা। বাহিরে বিদ্যুত লাইন টানতে ছিল।

এ সময় অসাবধানবশতঃ ছেলেটি ফার্মের বেড়া ধরায় এঘটনা ঘটে। ফার্মের ভাড়াটিয়া রেজাউলের ফোন বন্ধ থাকায় একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে সোমবার রাত ১২টায় শাজাহানপুর থানার এসআই সোহেল আহমেদ বলেন, এ ঘটনায় নিহতের পরিবার মামলা করতে রাজী হয়নি। পর রাত ১২টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাপসাতালে পাঠানো হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

শিশুটির মৃত্যুর ঘটনায় রাষ্ট্রবাদী মামলা হওয়া একান্ত প্রয়োজন বলে এলাকার সচেতন মহল দাবী করছেন।