মিজানুর রহমান মিজান, রংপুর অফিস : দিনাজপুরের কাহারোলে ৪ হাত-পা নিয়ে জন্ম নেয়া এক শিশু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে ভর্তি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন ওই শিশুর শরীরে আরো একটি শিশু আছে এবং সেটিও ভালো আছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ নম্বর ওয়ার্ডে কর্তব্যরত ইন্টার্নি চিকিৎসক মহিদুল হাসান মারুফ জানিয়েছেন, দিনাজপুরের কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামের বাবলা মিয়ার স্ত্রী রুনা লায়লা বেগম বৃহস্পতিবার ভোরে বীরগঞ্জের বেলাল ক্লিনিকে বাচ্চাটি প্রসব করেন। বাচ্চাটি চারটি পা এবং চারহাত বিশিষ্ট।
সেখান থেকে শুক্রবার রাতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি করার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু সার্জারি ওয়ার্ডে নেয়া হয়েছে।

নবজাতকের মা রুনা লায়লা বলেন, এখানে সবধরনের চিকিৎসার খরচ আমাদের বহন করতে হচ্ছে।গরীব মানুষ হিসেবে বাচ্চার চিকিৎসার ব্যয় বহন করা আমাদের জন্য দূঃস্বাধ্য। বাচ্চার উন্নত চিকিৎসার জন্য সরকারী সহায়তা চান তিনি।

তবে চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শরীরে আরো একটি শিশু আছে। যার শুধু হাত পা দেখা যাচ্ছে। ওই শিশুটি ভালো আছে।

পরীক্ষা-নিরীক্ষা করার পর যদি সম্ভব হয় এখানেই অপারেশন করা হবে। তা না হলে তাকে ঢাকায় পাঠানো হবে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

ভিডিও দেখুন