সেলিম রানা, চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাসনে মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১ ব্যক্তিকে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সোমবার (২২ মার্চ) বিকালে চরফ্যাসন সদর রোডে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস। এসময় ১১ ব্যক্তির ২২শ’ টাকা জরিমানা করেন তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস বলেন, জনসাধারণকে কোভিড-১৯ সম্পর্কে সচেতন করতে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছেন উপজেলা প্রশাসন। তারপরও সাধারণ মানুষ মাস্ক ব্যবহার করছেন না। সে কারনে আজকের এই অভিযান। তবে এ অভিযান চলমান একটি প্রক্রিয়া।