সেলিম রানা, চরফ্যাশন প্রতিনিধি : বঙ্গোপসাগরের মোহনা থেকে এফ ভি মায়ের দোয়া নামক সামুদ্রিক ট্রলার আটক করা হয়েছে।

উপজেলা মৎস্য প্রশাসন ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ট্রলার ও মাছ আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

এফভি মায়ের দোয়া ট্রলারের ৪০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও মৎস্য প্রশাসন এ জরিমানা করেন। ট্রলারে থাকা ৭৫ কেজি টাইগার চিংড়ী, কুকুরের জিব নামক মাছ, এবং সামুদ্রিক লইট্রা মাছ নিলামে ২০ হাজার টাকা বিক্রি করা হয়েছে বলে বাংলাদেশ কোষ্টগার্ড চর মানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন (সিপিও) এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মারুফ হোসেন মিনার আরো জানান, গত ২০ মে থেকে সামুদ্রিক অভিযান ৬৫ দিনের শুরু হয়েছিলো। আগামী ২৩ জুলাই পর্যন্ত এই অভিযান চলবে।