সেলিম রানা, চরফ্যাশন প্রতিনিধি : ভোলা দক্ষিণ আইচা থানার দক্ষিণ আইচা বাজারে কাফিয়া হোটেল এন্ড রেস্তোরাঁর ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম আর নেই।
রোববার ৬ জুন সকাল ১০টায় নিজ বাসায় তিনি ইন্তোকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি দীর্ঘদিন ধরে ঢাকা শেখ রাসেল মেডিক্যাল হাসপাতালে গ্যাস্ট্রলিভারজনিত রোগের চিকিৎসাধীন ছিলেন।
শহিদুল ইসলাম মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রোববার যোহর নামাজের পর দুপুর ২টায় তার নিজ বাড়ির দরজায় মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এই ব্যবসায়ীর মৃত্যুতে দক্ষিণ আইচা বিভিন্ন মহলে নেমে এসেছে শোকের ছায়া। বিভিন্ন মহল থেকে পাঠানো পৃথক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়। এছাড়া শোক সন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানান তারা।
শোকবার্তায় তারা বলেন, শহিদুল ইসলাম শুধু দক্ষিণ আইচা নন, দেশের বাহিরেও একজন ব্যবসায়ী ছিলেন। ধৈর্য, সততা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সুনাম অর্জন করেছিলেন তিনি। দীর্ঘদিন একমি কোম্পানির সঙ্গে যুক্ত থেকে দক্ষিণ আইচা ব্যবসা-বাণিজ্য ও ব্যবসায়ীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে ব্যবসা অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে।
শহিদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, দক্ষিণ আইচা ৯ নং চরমানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিউল্লাহ হাওলাদার,ভোলা জেলা পরিষদের সম্মানিত সদস্য আঃ রব মিয়া, বঙ্গবন্ধু শিশু কিশোর এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইয়াছিন মোহাম্মদ , চরমানিকা ইউনিয়নের আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তালুকদার, দক্ষিণ আইচা যুব লীগের যুগ্ম আহ্বায়ক আশ্রাফ উদ্দিন সবুজ মুন্সি,দক্ষিণ আইচা ছাত্র লীগের সাধারণ সম্পাদক শেখ সাদী লিমন, দক্ষিণ আইচা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রানা, সদস্য এম আর মমিন, সাংবাদিক হাসান লিটনসহ চরমানিকা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শামছুউদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক সোহাগ, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ আরো অনেক প্রমুখ।