চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাসের একটি বাসা থেকে মো. সালাউদ্দিন (৩০) নামে এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে কর্মচারীদের ৫ তলা ভবন থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আতিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করে মারা গেছেন। হাটহাজারী পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
তিনি বলেন, মো. সালাউদ্দিন প্রকৌশল দফতরের পিয়ন ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসে কর্মচারীদের ৫ তলা ভবনের ২য় তলা থেকে চেয়ারে বসা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।