চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের ফটিকছড়িতে বজ্রপাতে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দু’জন। সকালে উপজেলার কাঞ্চননগর ইউপির ৮নং ওয়ার্ডস্থ ফেঁজারাম মহাজনের বাড়ি (ডলু পাড়া) সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরী কাতেব এ খবর নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন লাকি দাশ (৩৮) ও ভানু রানী শীল (৪০)। এ ঘটনায় আহত মালতি রানী দাশ (৫০) ও শোভা রানী দাশ (৪৫) কে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, সকাল থেকে পাশ্ববর্তী নিজস্ব কৃষিক্ষেতে কাজ করছিলো এ চার নারী। হঠাৎ মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতে ক্ষেতেই আহত হন তারা। পরে স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আব্দুল মোনায়েম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।