মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : ক্যাবল গুণগতমান সম্পন্ন পণ্য বিক্রির স্বীকৃতি স্বরূপ উত্তর চট্টলার আরএফএল এর বিজলী ক্যাবলস বিক্রির জন্য ২০২১-২০২২ অর্থ বছরে বারইয়ারহাটের স্বনামধন্য প্রতিষ্ঠান মেসার্স ছালেহ ইলেকট্রিক ২য় স্থান অর্জন করেছে।
শনিবার (৮ অক্টোবর) ঢাকার ফাইভ স্টার হোটেল রেডিসন ব্লুতে পরিবেশক সম্মেলনে এই পুরষ্কার প্রদান করেন আরএফএল এর ম্যানেজিং ডিরেক্টর এন আর পাল।
এ সময় ছালেহ ইলেকট্রিকের পক্ষে পুরষ্কার গ্রহণ করেন ছালেহ ইলেকট্রিকের নির্বাহী পরিচালক প্রকৌশলী এম সাহাব উদ্দিন রাসেদ। এ সময় আরএফএল এর চেয়ারম্যান আহাছান চৌধুরী খান উপস্থিত ছিলেন।
অনুভূতি ব্যক্ত করে ছালেহ ইলেকট্রিকের স্বত্ত্বাধিকারী ছালাউদ্দিন মোর্শেদ বলেন, দীর্ঘ সময় ধরে বারইয়ারহাট বাজারে সুনামের সাথে ব্যবসা করে আসছি। আমরা সবসময় গ্রাহককে গুণগত মানসম্পন্ন পণ্য সুলভ মূল্যে দিতে বদ্ধপরিকর। আর ভালো পণ্য বিক্রির জন্যই আমরা এই স্বীকৃতি পেয়েছি। মেসার্স ছালেহ ইলেকট্রিক ষ্টোরই হলো উত্তর চট্টগ্রামের সর্বপ্রথম প্রতিষ্ঠিত ইলেকট্রিক সামগ্রী বিক্রয় প্রতিষ্ঠান।