আরফাত বিপ্লব, চট্টগ্রাম : স্বাধীনতার এক দশক আগের কথা। ব্যবসা করে ভাগ্য পরিবর্তন করার লক্ষে গ্রাম ছেড়ে শহরে আসেন লোহাগাড়ার চুনতী ইউনিয়নের দারোগা পাড়ার আহমদ কবির।

অনেক কাঠখড় পুড়িয়ে থিতু হন বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের প্রাণকেন্দ্র রিয়াজুদ্দিন বাজারে। ক্রমেই সফলতার দেখা মিলতে থাকে।

একপর্যায়ে ১৯৬৮ সালে প্রাতিষ্ঠানিক রূপ পায় আহমদ কবিরের ব্যবসা। নাম দেন ‘বিকিকিনি’।

সেই থেকে শুরু। আর পেছনে ফিরে তাকাতে হয়নি স্বপ্নবাজ এই ব্যবসায়ীকে৷ বয়স বাড়ার সাথে সাথে সেই ব্যবসার হাল ধরেছে সন্তানেরা। এখন ফুলে-ফলে সুশোভিত বিকিকিনি পরিবার। ৫৩ বৎসরেরও অধিক বছরের পথচলায় তৃতীয় বারের মতো ব্যবসার ধরন পরিবর্তন করলো বিকিকিনি কর্তৃপক্ষ।

এ উপলক্ষে গত ২ মে রোববার বিকলে অনুষ্ঠিত হয় রি-ওপেন অনুষ্ঠান। স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত রি-ওপেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের প্রবীণ ব্যবসায়ী, বিকিকিনির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব আহমদ কবির সওদাগর।

প্রধান অতিথি ছিলেন তামাকুমণ্ডী লেইন বণিক সমিতির সভাপতি মোহাম্মদ আবু তালেব। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ সমিতির সভাপতি আবু তাহের চৌধুরী, বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, মোবাইল সমিতির সভাপতি মো. আরিফুর রহমান প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিকিকিনির প্রতিষ্ঠাতার পুত্র মহিউদ্দিন কবির, নিজাম উদ্দিন কবির, জসিম উদ্দিন কবির, নুরুন্নবী কবির ও ইয়াসিন কবির।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ কেক কেটে বিকিকিনির ৫৩ বছর পূর্তি উদযাপন করেন।