আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জ ঘিওরে হেল্থ এসিসস্ট্যান্ট এসোসিয়েশনের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে স্বাস্থ্য সহকারি, স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শকদের নিয়োগ বিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসনের দাবি, বেতন আপগ্রেডশন করার দাবিতে কর্মবিরতি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ঘিওর স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এ কর্মবিরতি করেন। সময় উপস্থি ছিলেন স্বাস্থ্য পরিদর্শক ও দাবি বাস্তবায়ন পরিষদের প্রধান সম্বনয়ক মোঃ আব্দুস সালাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক শিরিন আক্তার, স্বাস্থ্য সহকারী ও দাবি বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান, বাংলাদেশ হেলথ এসিসস্ট্যান্ড এসোসিয়েশন ঘিওর শাখার সাধারণ সম্পাদক মোঃ সবুজ মিয়া ও বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন কমিটির আহবায়ক শেখ রবিউল আলম খোকন, সহকারী মোঃ জহিরুল ইসলাম প্রমুখ।
এ সময় কর্মকর্তরা বলেন, তৃণমূলের সকল স্বাস্থ্য সহকারিদের কাজের মাধ্যমে বাংলাদেশ আজ টিকাদান কর্মসূচি বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে। তারা নিয়োগবিধি সংশোধন ও সকল বৈষম্য নিরসন করে দ্রুত বাস্তবায়ন চাই। তা না হলে তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।