আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন দোকানে পুলিশের এস আই পরিচয়ে চাঁদা উত্তোলনকালে এক ভূয়া এসআইকে আটক করেছে ঘিওর থানার পুলিশ।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর ) রাত ৮টার দিকে ঘিওর বাসস্ট্যান্ড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ভূয়া ওই এসআইকে আটক করা হয়।
আটককৃত ভূয়া এসআই নামধারী ওই যুবক পাবনা জেলার বেড়া উপজেলার কৈলটলা গ্রামের মোঃ উজ্জল মিয়ার ছেলে মোঃ রানা মিয়া, যার ছদ্মনাম হিসেবে ব্যবহার করতেন সবুজ মিয়া । আটকের পর তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পুলিশের হাতে আটককৃত সবুজ নামের ওই যুবক পুলিশের এসআই পরিচয়ে দীর্ঘদিন যাবৎ ঘিওর বাসস্ট্যান্ডের বিভিন্ন এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন প্রতারকমূলক কর্মকান্ড করে আসছেন ।
বিষয়টি নিশ্চিত করে ঘিওর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, আটককৃত পুলিশের নামধারী ওই প্রতারক দীর্ঘদিন যাবত ঘিওর বাসষ্ট্যান্ড এলাকায় পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন দোকানে মোটা অংকের বাকি খেতেন। টাকা চাইলে বিভিন্ন মামলার ভয় দেখাতেন । মানুষকে ভয়-ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা আত্মসাৎ করাসহ নানা অপকর্ম করতেন তিনি। ওই প্রতারক এর বিরুদ্ধে ঘিওর থানার সিনিয়র সাব-ইন্সপেক্টর আঃ সালাম মিয়া বাদী হয়ে একটি প্রতারণা মামলা করেছেন।