আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ) : স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে মানিকগঞ্জ ঘিওরে যথাযোগ্য মর্যাদায় এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার (১৬ ই ডিসেঃ) সকালে শহীদদের শ্রদ্ধা জানাতে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে ও শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সৌন্দর্য্যবর্ধন কাজের উদ্ধোধন ও ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্টীর পূর্নবাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য অর্থ প্রদান ও হাসপাতাল রোগী কল্যাণ সমিতির রোগীদের আর্থিক সাহায্য প্রদানের লক্ষে উপজেলা অডিটরিয়ামে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক বিএসসি, ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিন্টু, সমাজ সেবা অফিসার আব্দুল মান্নান প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ১১জন ভিক্ষুক ও ১০ জন রোগীদের মধ্যে এক লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।