ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ায় ওয়ারেন্টভুক্ত আটক আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আরো ৫ জনকে গ্ৰেফতার করেছে পুলিশ।
বুধবার ভোররাতে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্ৰেফতার করা হয়।
গ্ৰেফতারকৃতরা হলেন- আদম আলী হারা, নুরজ্জামান, রফিকুল ইসলাম, আজিজুল হক ও এরশাদুল।
গত রোববার রাতে দাসিয়ারছড়ার টনকার মোড় এলাকার যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মিন্টু মিয়াকে (৩৫) আটক করে ফুলবাড়ী থানার একদল পুলিশ। মিন্টুকে গ্ৰেফতারের পর মিন্টুর স্বজনরা পুলিশকে মারপিট করে তাকে ছিনিয়ে নেন। এতে দুই পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ জনকে গ্ৰেফতার করে।
এ ঘটনায় সোমবার পুলিশের কাজে বাধা দেয়ার অপরাধে গ্ৰেফতার ৪ জনসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪০/৪৫ জনের নামে মামলা দায়ের করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, গ্ৰেফতারকৃতরা সবাই আসামি ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত। আজ সকালে তাদেরকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।