ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ -নেত্রকোনা মহাসড়কে ট্রাক সিএনজি মুখোমুকি সংঘর্ষে সিএনজির তিনজন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। মারাত্মক আহত আরো ২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদেরও অবস্থা আশংকাজনক।
ঘটনাটি ঘটেছে রোববার (২০ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে গৌরীপুর উপজেলার বেলতলি নামক স্থানে।
তাৎক্ষণিকভাবে নিহতদের কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে তারা ময়মনসিংহ থেকে ডাক্তার দেখানোর পর সিএনজিযোগে বাড়ী যাওয়ার পথে এ মর্মান্তিক দূর্ঘনায় পড়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে আটটার দিকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি ময়মনসিংহ থেকে নেত্রকোনা বা দূর্গাপুর যাওয়ার পথে গৌরীপুর উপজেলার বেলতলি বাজার থেকে দুইশত গজ সামনে একটি দাঁড়ানো পিকআপকে অভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বালুবোঝাই ট্রাকের সাথে মুখোমুখ সংঘর্ষ হয়।
এ সময় সিএনজির তিনজন যাত্রী ঘটনা স্থলেই নিহত হয় এবং অপর দুইজন যাত্রীকে মারাত্মক আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
দূর্ঘনার পর এক ঘন্টার জন্য সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুনরায় সড়ক যোগাযোগ স্থাপন করে।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নয়ন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। বাকী দুইজনকে ময়মনসিংহ পাঠানো হয়েছে।