মনজুর আহমদ, গোয়াইনঘাট : গত ৩দিনের টানা বর্ষণ উজান থেকে নেমে আসা পানিতে ভেসে গেছে পুরো গোয়াইনঘাট উপজেলা৷ তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি, ক্ষেতের জমি ৷ যার ফলে ব্যাপক ক্ষয় ক্ষতির আশংকা দেখা দিয়েছে৷
ইতিমধ্যে সিলেট সদরের সাথে যোগাযোগের উপযোগী একমাত্র রাস্তা সারি গোয়াইনঘাট রাস্তার বিভিন্ন অংশ পানিতে ডুবে গেছে, যার ফলে সিলেটের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায়, চরম শংকায় রয়েছেন গোয়াইনঘাটবাসী ৷
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পুর্ব জাফলং, মধ্য জাফলং, পুর্ব আলীরগাঁও, পশ্চিম আলীরগাঁও, পশ্চিম জাফলং রস্তমপুর, ডৌবাড়ী, তোয়াকুল ইউনিয়নসহ সবক’টি ইউনিয়ন পানিতে তলিয়ে গেছে। এতে কৃষি, মৎসসহ ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এদিকে উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
সারি গোয়াইনঘাট সড়কের বেশ কয়েক স্থানে পানি উঠেছে, এছাড়া গোয়াইনঘাট জাফলং সড়ক এবং গোয়াইনঘাট সোনারহাট সড়কপথ বিভিন্ন স্থানে পানি উঠেছে, এতে যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন বিচ্ছিন্ন রয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে গোয়াইনঘাট রাধানগর রাস্তা।
এদিকে পিরিজপুর সোনার হাট রাস্তায় উনাই ব্রীজ নির্মান কাজ চলার কারনে তৈরিকৃত বাইপাস (ডাইবারসন) রাস্তা টি তলিয়ে যাওয়ায় গোয়াইনঘাট সদর ইউনিয়নের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ২টি ইউনিয়নের মানুষ ৷ এই বাইপাস রাস্তায় অস্থায়ী বেইলী ব্রীজ নির্মানের জন্য বার বার জনপ্রতিনিধি ও উপজেলার বিভিন্ন স্থরথেকে নির্বাহী প্রকোশলী এবং ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেও শেষ রক্ষা হলো না, শেষ পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন হতে হল দুইটি ইউনিয়নের মানুষকে ৷বন্যায় প্রায় ৩০%পাকাধান তলিয়ে গেছে, যার ফলে চরম দূশ্চিন্তায় পড়েছেন কৃষকগণ, এর মধ্যে আবার অনেকের ঘর বাড়িও তলিয়ে গেছে ৷
গত মাসে বুরো ধান কাটার মৌসুম শুরুতেই আকষ্মিক বন্যায় গোয়াইনঘাটের প্রায় ৫০%ধান নষ্ট করে যায়,বাদবাকী বেচে যাওয়া ধান নিয়েই আশায় বুক বেধেছিলেন কৃষক ৷ এবারের বন্যায় সেই আশাটুকুও অবশিষ্ট্য রইলনা তাদের ৷
বন্যার ক্ষয়ক্ষতির ব্যাপারে জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি জানান আমাদের হাওড় অঞ্চলের বুরো ধান উঠেগেছে তবে আউশ ধানের বীজতলা নিয়ে শংকা রয়েছে ,পানি এভাবে বাড়তে থাকলে বীজতলা ডুবে ক্ষতির সম্মূখীন হবে ৷
সর্বোপরি গোয়াইনঘাটের প্রায় ১০টি ইউনিয়নের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন,দেখা দিয়েছে খাদ্য সংকট,ও নিরাপদ পানির,তাই গোয়াইনঘাটের সচেতন মহলের দাবী অভিলম্বে গোয়াইনঘাটকে বন্যা দুর্গত এলাকা ঘোষনা করে জরুরী ভিত্তিতে ত্রাণ সামগ্রী বিতরণের ব্যাবস্থা করা ৷