খোলাবার্তা২৪ ডেস্ক : ২০২০ গোল্ডেন ফুট এ্যাওয়ার্ড জয় করেছেন জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ২৮ বছরের বেশী বয়সী খেলোয়াড়দের সাফল্যময় ক্যারিয়ারের স্বীকৃতিস্বরুপ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স ক্লাব নামের একটি সংগঠন প্রতি বছর এই পুরস্কার দিয়ে থাকে। রোনাল্ডো প্রথম পর্তুগীজ খেলোয়াড় হিসেবে এই পুরস্কারের গর্বিত মালিক হলেন।
৩৫ বছর বয়সী রোনাল্ডোর এই পুরস্কার প্রাপ্তি গত ১ ডিসেম্বরই নিশ্চিত করা হয়েছিল। তবে গতকাল তিনি ট্রফিটি হাতে পেয়েছেন। ট্রফি হাতে ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করে রোনাল্ডো লিখেছেন, ‘গোল্ডেন ফুট পুরস্কার জিতে মোনাকোর চ্যাম্পিয়ন প্রোমেনেদে ফুটবলের সর্বকালের সেরাদের সঙ্গে অমর হতে পেরে সম্মানিত বোধ করছি। আমাকে ভোট দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকদের আন্তরিক ধন্যবাদ।’
এ নিয়ে ১৮ বারের মত গোল্ডেন ফুট এ্যাওয়ার্ড প্রদান করা হলো। তবে রোনাল্ডো প্রথম পর্তুগীজ খেলোয়াড় হিসেবে এই পুরস্কারের গর্বিত মালিক হলেন। এই পুরস্কার জয়ে তিনি পিছনে ফেলেছেন লিওনেল মেসি, রবার্ট লিওয়ানদোস্কি, গিওর্গিও চিয়েলিনি, নেইমার, সার্জিও রামোস, সার্জিও এগুয়েরো, জেরার্ড পিকে, মোহাম্মদ সালাহ ও আরতুরো ভিদালকে।
গোল্ডেন ফুট এ্যাওয়ার্ড বিজয়ীর তালিকা :
১. রবার্তো ব্যাজ্জিও (২০০৩)
২. পাভেল নেভদেদ (২০০৪)
৩. আন্দ্রি শেভচেঙ্কো (২০০৫)
৪. রোনাল্ডো নাজারিও (২০০৬)
৫. আলেহান্দ্রো ডেল পিয়েরো (২০০৭)
৬. রবার্তো কার্লোস (২০০৮)
৭. রোনালদিনহো (২০০৯)
৮. ফ্রান্সেকো টট্টি (২০১০)
৯. রায়ান গিগস (২০১১)
১০. জøাটান ইব্রাহিমোভিচ (২০১২)
১১. দিদিয়ের দ্রগবা (২০১৩)
১২. আন্দ্রেস ইনিয়েস্তা (২০১৪)
১৩. স্যামুয়েল ইতো (২০১৫)
১৪. গিয়ানলুইগি বুফন (২০১৬)
১৫. ইকার ক্যাসিয়াস (২০১৭)
১৬. এডিনসন কাভানি (২০১৮)
১৭. লুকা মড্রিচ (২০১৯)