বগুড়া অফিস : গতকাল রোববার বগুড়ার গাবতলী উপজেলার দূর্গাহাটা বাজারের আলহাজ্ব আব্দুল কুদ্দুস মুন্সী সুপার মার্কেটে ইসলামী ব্যাংক বগুড়ার বড়গোলা শাখার এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান ব্যাংকের এভিপি ও শাখা প্রধান রাশেদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোন প্রধান মো: আব্দুস সোবাহান। বিশেষ অতিথি ছিলেন দূর্গাহাটা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব শেখ, দূর্গাহাটা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু।
ব্যাংকের প্রিন্সিপাল অফিসার খায়রুল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দূর্গাহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, শিক্ষক হারুনার রশিদ, জহুরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, ব্যবসায়ী আশরাফুল ইসলাম স্বপন প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন দূর্গাহাটা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।