মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জনসহ ৫২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। রোববার বিকাল ৫টার মধ্যে সহকারী রিটার্নিং অফিসার ও গাংনী উপজেলা নির্বাচন অফিসার আব্দুল আজিজের কাছে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন।

মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত সাবেক মেয়র আহমেদ আলী, বিএনপি মনোনীত প্রার্থী আসাদুজ্জামান বাবলু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আশরাফুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত মেয়র ইনসারুল হক ইন্সু ও আনারুল ইসলাম।

মনোনয়ন জমাদান শেষে প্রার্থীরা জনগনের প্রত্যাশা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করে দোয়া ও সমর্থন কামনা করেছেন। সহকারী রিটার্নিং অফিসার ও গাংনী উপজেলা নির্বাচন অফিসার আব্দুল আজিজ জানান, আগামি ২২ ডিসেম্বর মনোনয়ন পত্র যাচাই বাছাই, ২৯ ডিসেম্বর প্রত্যাহার, ৩০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ ও ১৬ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। গাংনী পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৩শ’ ৫৭ জন। এর মধ্যে পুরুষ ৯ হাজার ৭শ’ ৬০ ও মহিলা ১০ হাজার ৫শ’ ৯৭ জন।