খোলাবার্তা২৪ ডেস্ক : গাঁজা খেয়ে ‘শিবের নির্দেশ’! ছয় বছরের এক শিশুর গলায় ছুরি চালিয়ে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে অন্য দুই কিশোর।
ঘটনাটি ভারতের রাজধানী দক্ষিণ দিল্লির লোধি রোডের এক বস্তি এলাকার ঘটনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত শিশুর লাশ উদ্ধার করেছে। ওই শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুই কিশোরকে গ্রেফতার ও খুনের জন্য ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মৃতের বাবা-মায়ের অভিযোগ, রাতের খাবার খাওয়ার পর তাঁরা কাছের একটি নির্মাণস্থলে ভজন গাইতে গিয়েছিলেন। কিছুক্ষণ পরে তাঁরা দেখেন, ছেলে নিখোঁজ। পাশের বস্তিতে খোঁজ করতে গিয়ে তাঁরা একটি ঘরের সামনে রক্ত দেখতে পান। জোর করে ওই ঘরের দরজা খুলে ছেলের মৃতদেহ এবং ওই দুই কিশোরকে দেখতে পান তাঁরা। এর পরই তাঁরা পুলিশে খবর দেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়ার পর দুই অভিযুক্ত পুলিশকে জানায় যে, ভগবান শিবের প্রসাদ হিসাবে তারা গাঁজা খেয়েছিল। গাঁজা খাওয়ার কিছুক্ষণ পর তাদের মনে হয়, শিব তাদের শিশু বলি দেওয়ার নির্দেশ দিয়েছে।
এর পরই তারা নির্মাণস্থল থেকে ওই শিশুকে বস্তিতে নিয়ে যায়। সেখানে একটি ছুরি দিয়ে তারা ওই নাবালকের গলা কেটে দেয়। – আনন্দবাজার অনলাইন