বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা লঞ্চঘাট এলাকা থেকে গাজা ক্রেতা-বিক্রেতা ও গাঁজা বিক্রির ডিজিটাল পালাসহ দুই ব্যক্তি আটক।

মঙ্গলবার রাত ৯টার দিকে গাজা বিক্রেতা ইব্রাহিম হাওলাদার (২৭)পিতা আবু হানিফ ৭নং ওয়ার্ড পাথরঘাটা পৌরসভা,

ক্রেতা মোঃ হৃদয় মুন্সি (১৯) পিতাঃ কবির মুন্সি, সাং ৯নং ওয়ার্ড পাথরঘাটা পৌর এলাকা থেকে আটক করা হয়। এবং ক্রেতাকে উপজেলা পরিষদের পূর্ব পাশের পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

বিক্রেতার হেফাজত থেকে ২০ গ্রাম গাঁজা এবং ক্রেতার নিকট হইতে ২০ গ্রাম গাঁজা ও বিক্রেতার স্বীকারোক্তি মতে গাঁজা মাপার একটি ডিজিটাল পালন উদ্ধার করা হয়।

পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) রাজেত আলী বলেন, একটি নির্ভরযোগ্য সূত্র থেকে খবর পেয়ে আমরা উল্লেখিত স্থানে অভিযানে যাই এবং গাজা ক্রেতা-বিক্রেতার নিকট থেকে ৪০ গ্রাম গাঁজাসহ গাঁজা বিক্রির একটি ওয়েট মেশিন সহ তাদেরকে ধরতে সক্ষম হই।

পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার বলেন, গাঁজাসহ হাতেনাতে আটক দুজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।