বগুড়া অফিস : বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ বলেছেন, বগুড়া বার সমিতির নির্বাচনে বিএনপির বিজয় লাভের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন আরও জোরদার হলো। সকলে ঐক্যবদ্ধ থাকলে বিজয় অর্জন সম্ভব এটা আবারও প্রমাণ হলো।

বিএনপির মূল নেতৃত্বে আইনজীবিদের আরো বেশীসংখ্যক অংশগ্রহণ থাকলে দল আরো সামনে দ্রুত এগিয়ে যাবে। তিনি আসন্ন বগুড়া পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীসহ কাউন্সিলরদের নির্বাচিত করতে আইনজীবিদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সেই সাথে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফেরানো আন্দোলনে সামনের কাতারে থাকতে হবে।

তিনি মঙ্গলবার রাতে বগুড়া শহরস্থ আবাসিক কার্যালয়ে সদ্য সমাপ্ত বগুড়া বার সমিতির নির্বাচনে (২০২১) সভাপতি সাধারণ সম্পাদকসহ সংখ্যাগরিষ্ঠ পদে বিজয়ী জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

অনুষ্ঠানে সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার বেলাল, বার সমিতির নবনির্বাচিত সভাপতি শফিকুল ইসলাম টুকু, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি নেতা রেজাউল করিম বাদশা, আলী আজগর তালুকদার হেনা, জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম বগুড়া ইউনিট সভাপতি আলী আজগার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানান এমপি সিরাজ।