বগুড়া অফিস : বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও সদরের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ এমপি বলেছেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ পরিচালনা করেছেন। অথচ তার অবদান আজ আ’লীগ অস্বীকার করে। এমন কি জিয়াউর রহমান সম্পর্কে অপপ্রচার করা হয়। জিয়ার অবদান অস্বীকার করে পক্ষান্তরে স্বাধীনতাকে অস্বীকার করছে তারা।

তিনি আরো বলেন, দেশ ৫০ বছর আগে স্বাধীন হয়েছে। কিন্তু আজ দেশে গণতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই, ভোটাধিকার নেই। তাই আজ শপথ নিতে হবে, জনগনের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে আরেকটি যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে।

এমপি সিরাজ বগুড়া জেলা বিএনপির উদ্যোগে বুধবার মহান বিজয় দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপি নেতা রেজাউল করিম বাদশা, আলী আজগর তালুকদার হেনা, লাভলী রহমান, আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, তৌহিদুল আলম মামুন, হামিদুল হক চৌধুরী হিরু, কেএম খায়রুল বাশার, সহিদ উন নবী সালাম, তাহা উদ্দিন নাহিন, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান ও সাধারন সম্পাদক নূরেআলম সিদ্দিকী রিগ্যান।

এ ছাড়া সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মুক্তির ফুলবাড়ী শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পন, এবং দিনব্যাপী শহীদ জিয়াউর রহমানের ভাষণ প্রচার করা হয়। এ ছাড়া বগুড়া শহর বিএনপির আহবায়ক মাহবুবর রহমান বকুলের নেতৃত্বে পৃথক কর্মসূচী পালিত হয়।