মিজানুর রহমান মিজান, রংপুর অফিস : রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার সকালের দিকে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের চর মটুকপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিনুর ইসলাম (৩৭) ওই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
কোলকোন্দ ইউপি চেয়ারম্যান সোহারাব আলী (রাজু) বলেন, বজ্রপাতে আমিনুর ইসলাম নামের এক কৃষক সকালে বজ্রপাতে মারা গেছেন। আমি উপজেলা কর্মকর্তাকে লিখিতভাবে জােনিয়েছি।
কোলকোন্দ ইউপি সচিব এরশাদ আলম শাহীন জানান, সোমবার সকালে পার্শ্ববর্তী পাটক্ষেতে কাজ করার জন্য যায় আমিনুল ইসলাম। কাজ করা অবস্থায় বৃষ্টি শুরু হলে তিনি পাটক্ষেত থেকে বাড়িতে ফিরছিলেন। পথে বজ্রপাতে তিনি মারা যান।
গংগাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার জানান, আমিনুর রহমান নামের এক কৃষক বজ্রপাতে মারা গেছেন। তাদের পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের প্রক্রিয়া চলছে।