রফিকুল ইসলাম, খাগড়াছড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, ৬৪টি জেলার মধ্যে ৭২টি পাসপোর্ট আঞ্চলিক অফিস ই-পাসপোর্ট কার্যক্রমের আওতায় আনা হয়েছে। সর্বশেষ ই-পাসপোর্ট কার্যক্রমের সমাপনী অংশ হিসেবে খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিসে বৃহস্পতিবার দুপুরে ৬টি জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা ৬টি জেলা হলো খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, নারায়নগঞ্জ। মন্ত্রী বেলুন উড়িয়ে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬টি জেলার ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করেন। পরে তিনি জেলা প্রশাসনের কার্যালয়ে সুরক্ষা বিভাগের আওতাধীন পাসপোর্ট, ফায়ার সার্ভিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কারা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়সহ জেলার আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় যোগদান ও জেলা কারাগার পরিদর্শন করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হেফাজতে ইসলাম সম্পর্কে স্বরাষ্ট্র্র্রমন্ত্রী বলেন, হেফাজতে ইসলাম এরা নিজেরা নিজেরাই মামলা করেছে। বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগই এ মামলা দেখবে। ভাস্কর্য্য প্রসঙ্গে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য বাংলাদেশের সম্পদ। এ ভাস্কর্য্য রক্ষা করা সকল নাগরিকের দায়িত্ব। স্বরাষ্ট্র মন্ত্রী তার বক্তব্যে ই-পাসপোর্ট কার্যক্রম নিয়ে আরো বলেন, পাসপোর্ট তৈরীতে কেউ যাতে হয়রানির শিকার না হয়, এ জন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে, আমরা এ কার্যক্রম শুরু করেছি। যে কেউ ঘরে বসে, ইন্টারনেটের মাধ্যমে এ কার্যক্রমের সুবিধা ভোগ করতে পারবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধুরী, স্বরাষ্ট্র সচিব তৌহিদুজ্জামান, ই-পাসপোর্ট প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান, খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, মহিলা এমপি বাসন্তী চাকমা।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: শাহরিয়ার জামান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী, খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মো: আবদুল আজিজ প্রমুখ।