খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। শুক্রবার সকাল ১০টায় জেলা শহরের আদালত সড়কের বটতলা এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশ্রাফ আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোটরসাইকেল এর লাইসেন্স না থাকা, চালক ও আরোহীদের হেলম্যাট না পরা,গাড়ীর নাম্বার প্লেট ও ইন্স্যুরেন্স না থাকায় মটর যান ও সড়ক পরিবহন আইন ২০১৮ ধারায় বিভিন্ন অংকের জরিমানা করা হয়েছে। এ সময় সর্বনিম্ন ৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়।

জেলা প্রশাসন প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, সড়কে বেপরোয়া মটর সাইকেল চালকদের নিয়ন্ত্রণসহ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জেলার সব উপজেলায় অভিযান অব্যাহত থাকবে। তিনি সকলকে আইন মেনে মটর সাইকেল চালানোর আহবান জানান।