ছবি: ইন্টারনেট
খোলাবার্তা২৪ ডেস্ক : ফেডারেশন কাপের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে সাদা-কালো জার্সিধারীরা। তারা মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রকে ৪-১ গোলে হারিয়ে ডি গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফেডারেশন কাপের ম্যাচে জয় পায় সাদা-কালো জার্সিধারীরা।
আজকের ম্যাচটি সাদা-কালোদের জন্য ছিল বাঁচা-মরার ম্যাচ। কারণ, আগের ম্যাচ আবাহনীর বিপক্ষে হেরে যায় সাদা-কালো দলটি। এদিন শুরু থেকেই গোল পেতে আক্রমণাত্মক খেলতে থাকে তারা।
ম্যাচের চার মিনিটের সময়ই গোল পেতে পারতো সাদা-কালোরা। মোহামেডান অধিনায়ক উরিও নাগাতার দারুণ পাস খুঁজে নেয় আমির হাকিম বাপ্পিকে। তার শট কর্নারের বিনিময়ে প্রতিহত করেন মুক্তিযোদ্ধার গোলকিপার মাহফুজ হাসান প্রিতম।
খেলার ৪১ মিনিটে গোল পায় মোহামেডান। বক্সের কাছ থেকে ফ্রি-কিকে গোল করেন হাবিবুর রহমান সোহাগ।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে মুক্তিযোদ্ধা। ৬৮ মিনিটে সুজন মিয়ার ক্রসে বক্সে উজবেকিস্তানের ফরোয়ার্ড আকবর আলী খোলদারভের হেড খুঁজে নেয় মোহামেডানের জাল (১-১)। সেই উৎসব বেশিক্ষণ স্থায়ী হয়নি।
ম্যাচের ৭৫ মিনিটে সোহাগের কর্নারে মুক্তিযোদ্ধার আকবর আলীর মাথা ছুঁয়ে যাওয়া বলে হেড করেন মোহামেডানের অধিনায়ক নাগাতা। উড়ে আসা বল হেডে জালে জড়ান আতিকুজ্জামান (২-১)। মিনিট পাঁচেক পর নাইজেরিয়ান মিডফিল্ডার মোহাম্মদ অ্যাবিওলা নুরাত বাঁ-প্রান্ত দিয়ে সজীবের ক্রসে অরক্ষিত অবস্থায় বল পান। ঠাণ্ডা মাথায় প্লেসিং শটে বল জালে জড়ান নুরাত (৩-১)।
৮৩ মিনিটে মোহামেডানের জয়ের ব্যবধান আরও বাড়ান নুরাত। একক প্রচেষ্টায় মুক্তিযোদ্ধার বক্সে ঢুকে ডান পায়ের শটে গোল করেন তিনি।