ছবি: বিক্ষোভের ভিডিও থেকে নেয়া

খোলাবার্তা২৪ ডেস্ক : ভারতে মহানবি হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে বিজেপি নেতৃবৃন্দের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে একটি বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে কুয়েত সরকার।

বিক্ষোভকারীদের গ্রেফতার করে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়ে দেবে কুয়েত কর্তৃপক্ষ। কুয়েতের সংবাদমাধ্যম আরব টাইমস এ খবর দিয়েছে।

গত শুক্রবার কুয়েতের ফাহাহিল এলাকায় গত শুক্রবার জুমার নামাজের পর ওই বিক্ষোভ করে সেখানকার প্রবাসীদের একটি অংশ।

কুয়েতের আইন অনুযায়ী, দেশটিতে প্রবাসীদের কোনো ধরনের বিক্ষোভে অংশ নেওয়া নিষিদ্ধ। ফলে শুক্রবারের বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীরা দেশটির আইন লঙ্ঘন করেছেন। এ জন্য তাদের গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়েছে।

কুয়েতের সংবাদমাধ্যম আল রাই তাদের খবরে বলেছে, নির্দেশনার পরই বিক্ষোভকারী প্রবাসীদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয়েছে। গ্রেফতারের পর তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও নেওয়া হচ্ছে এবং তাদের কালো তালিকাভুক্ত করা হবে। তারা আর কখনো কুয়েতে ফিরতে পারবেন না।

সম্প্রতি মহানবি (সা.)কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দলটির দিল্লির গণমাধ্যম শাখার নেতা নবীন জিন্দাল। এ নিয়ে ভারতসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে প্রতিবাদ ও বিক্ষোভ হচ্ছে।