কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : কুলাউড়ার গৃহবধূ মুন্নি হত্যার ৬ মাস পর পলাতক স্বামী নাঈম মিয়াকে (২৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ ডিসেম্বর) গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকার বউ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাঈম মিয়া জামালপুরের শাহজামাল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়ের নির্দেশনায় ওসি (তদন্ত) আমিনুল ইসলাম এবং এসআই আব্দুর রহিমসহ গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশ যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে। স্থানীয়দের সহযোগিতা ও তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে টানা দুই দিন বাসন থানা এলাকায় পুলিশি অভিযানের পর বউ বাজার এলাকা থেকে ধরা পড়ে মুন্নি হত্যাকান্ডের প্রধান আসামি নাঈম মিয়া।

মামলার সূত্রে জানা যায়, উপজেলার কুলাউড়া গ্রাম এলাকার বাসিন্দা নাঈম ও মুন্নির মধ্যে পারিবারিক কলহের জেরে প্রায়ই ঝগড়া হতো। এরই ধারাবাহিকতায় গত ৮ জুলাই রাত ১০টার দিকে তাদের মধ্যে ঝগড়া হলে স্বামী নাঈম মিয়া মুন্নিকে মারধর করেন। এতে মুন্নি বেগম ঘটনাস্থলেই মারা যান।

পরে স্ত্রীর লাশ বিবস্ত্র করে ঘরের ভেতরে রেখে দরজা বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে যায় স্বামী নাঈম মিয়া। সর্বশেষ সোমবার পুলিশি তৎপরতায় গ্রেপ্তার হন তিনি।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, গৃহবধূ মুন্নি হত্যাকান্ডের ঘটনায় পলাতক আসামি ও মুন্নির স্বামী নাঈম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) তাকে মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।