এম. মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালী উপজেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘রাজবাড়ী হেল্পলাইন’।

শুক্রবার রাজবাড়ী জেলার কালুখালী রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ১০০ শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ-আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম ও রতনদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন।

উল্লেখ্য, “চলো রাজবাড়ী, এক সাথে দাঁড়াও এবার শীতার্তদের পাশে, সবার প্রতি আহবান শীতার্ত মানুষের পাশে দাঁড়ান”। এই শ্লোগান নিয়ে রাজবাড়ী হেল্পলাইন তাদের গ্রুপে শীতবস্ত্র সংগ্রহে প্রচার, প্রচারনা শুরু করে। তাদের এই আহবানে সাড়া দিয়ে রাজবাড়ীর সন্তান যারা বিভিন্ন সরকারী, বেসরকারী দপ্তরে কর্মরত তারা আর্থিক সহযোগীতার হাত বাড়িয়ে দেন। তারই প্রেক্ষিতে এ বছর রাজবাড়ী পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে সংগঠনটি।