ছবি: ইন্টারনেট
খোলাবার্তা২৪ ডেস্ক : কাবুলে ‘স্টিকি’বোমা বা চুম্বক বোমার আঘাতে আরো দুজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছেI তাদের পিক আপ ট্রাকে এই বোমা পাতা হয়েছিলI একজন সাধারণ নাগরিক বিস্ফোরণে আহত হয়েছেনI দ্বিতীয় একটি পুলিশ ট্রাক বিস্ফোরিত হলে দুজন নিরাপত্তা কর্মী আহত হন। তৃতীয় একটি বোমা কাবুলে বিস্ফোরিত হয়, তবে কেউ হতাহত হননিI
সম্প্রতি কাবুল ও সংলগ্ন এলাকায় সাংবাদিক, রাজনীতিক ও মানবাধিকার সক্রিয়বাদীদের বিরুদ্ধে চুম্বক বোমার হামলা বৃদ্ধি পেয়েছে, যে ধরণের বোমা অত্যন্ত সফল বলে বিশেষজ্ঞরা জানান I