কাজী খলিলুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ায় রুবেল সমাজ কল্যাণ যুব ও ক্রীড়া সংঘের ব্যবস্থাপনায় শাহজালাল ইসলামী ব্যাংকের সহযোগিতায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার ২১ জানুয়ারী বিকালে উপজেলার লতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব মোঃ আতিকুর রহমান রুবেল সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার এসএম দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া বিআরডিবি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার আহম্মেদ জেনিভ সিকদার।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোঃ মিজানুর রহমান, সাংবাদিক ও ইউপি সদস্য এইচএম নাসির উদ্দিন আকাশ, ইউপি সদস্য মোঃ সেলিম হোসেন, আওয়ামী লীগ নেতা মোঃ চঞ্চল খান, মোঃ মাইনুল হোসেন, সমাজসেবক মোঃ জাকির হোসেন খান প্রমুখ।

অনুষ্ঠান শেষে রুবল সমাজ কল্যাণ যুব ও ক্রীড়া সংঘের উদ্যোগে ৩৬৪ জন নারী-পুরুষের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।