কাজী খলিলুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির আওতায় কাঠালিয়া উপজেলায় আওরাবুনিয়া মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ব্যাডমিন্টন প্রতিযোগীতা শেষ হয়েছে।

মাদ্রাসাসহ ১১টি শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। প্রতিযোগীতার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান প্রধান অতিথি ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, আওরাবুনিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রী।

সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইন।

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।