কাজী খলিলুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে সোমবার সকালে আগুনে পুড়ে যাওয়া দোকান মালিকদের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছেন ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী।
১ জুন মঙ্গলবার সন্ধ্যা ৬.২০ মিনিটের সময় কৈখালী বাজারে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন ও ব্যবসায়ীদের খোঁজ-খবর নেন। এ সময় জেলা প্রশাসক সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহায়তা করার আশ্বাস দেন।
পরে কৈখালী বাজার সংলগ্ন চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করেন। গতকালের অগ্নিকাণ্ডে আবাসিক ও দোকান মিলে ৪৩ টি ঘর পুড়ে যায়। এতে আনুমানিক ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
এর পূর্বে জেলা প্রশাসক তফসেরের খেয়া ঘাটে নির্মানাধীন প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্প-২ পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমাদুর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন ফরাজীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি।